মেহেরপুর অফিস:শারদীয় দুর্গোৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর, বারাদী ও আমঝুপি ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির পরিদর্শন করেছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এ পরিদর্শনে মন্দিরের নিরাপত্তা ব্যবস্থা, সিসি টিভি স্থাপন, নিরাপদ প্রবেশপথ ও সার্বিক ব্যবস্থাপনার খোঁজখবর নেওয়া হয়।
পরিদর্শনের সময় মন্দির কর্তৃপক্ষের সাথে অনুষ্ঠিত আলোচনা সভায় নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি উৎসবের সময় ভক্ত ও দর্শনার্থীদের সুষ্ঠু পরিবেশে অবস্থান ও চলাফেরার বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, “উৎসবকে সুষ্ঠু ও নিরাপদভাবে উদযাপন করা প্রতিটি ধর্মীয় অনুষ্ঠানের মূল লক্ষ্য। মন্দির কর্তৃপক্ষের সহযোগিতায় আমরা দুর্গা উৎসবকে সুরক্ষিত ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার চেষ্টা করব।”
উপজেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে মন্দিরগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং ভক্ত ও পর্যটকদের জন্য উৎসবকে আরও নিরাপদ ও আনন্দময় করে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে।