প্রেমের সম্পর্কে সনাতন ধর্ম ছেড়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছেন আলমডাঙ্গার বর্ষা

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন প্রেমের সম্পর্কের জেরে সনাতন ধর্ম ছেড়ে মুসলিম ছেলেকে বিয়ে করেছেন আলমডাঙ্গার গোবিন্দপুরের শ্রী বর্ষা রানী। এভিডেভিটের মাধ্যমে তার নাম পরিবর্তন করে রাখা হয়েছে মোছা. বর্ষা ইসলাম। বর্ষা ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর স্টেশনপাড়ার বাসুদেব বেদ ও রুপালী রানী বেদের মেয়ে। বর্ষা বিয়ে করেছেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নের মাগুরা গ্রামের সাব্বির হোসেনকে। সাব্বির হোসেন ওই গ্রামের বাবুল হোসেন ও শরিফা খাতুনের ছেলে।
জানা গেছে, সাব্বির ও বর্ষার মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। কিছুদিন আগে ঘরবাধার জন্য দুজন পালিয়ে যায়। ঘরবাধার বাদ সাধে তাদের ধর্ম ও বয়স। বর্ষা ও সাব্বিরের ধর্মের যেমন পার্থক্য রয়েছে তেমনই বসয়ও কম। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে কয়েকদিনের মাথায় ফিরিয়ে নেয় বর্ষাকে। এ বিষয়ে মালিহাদ ইউনিয়নে একটি সালিসও করা হয়। বর্ষা সালিসে সাব্বিরের কাছে ফিরতে চাইলেও বয়স কম হওয়ার কারণে পিতা মাতার কাছে ফিরতে হয়। বর্ষা অপেক্ষায় ছিলেন ১৮ বছর বসয় পূর্ণ করার। এদিকের সাব্বির ও বর্ষার মধ্যে প্রেমের সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। বর্ষার বসয় ১৮ বছর পূর্ণ হলে আবারও গত ১১ আগস্ট সাব্বিরের সাথে পালিয়ে যান। ধর্মান্তরিত হয়ে ওইদিনই সাব্বিরকে বিয়েও করেছেন বর্ষা। এদিকে পরিবারের লোকজন আলমডাঙ্গায় থানায় সাব্বিরের বিরুদ্ধে বর্ষাকে অপহরণের অভিযোগ দিয়েছে। পুলিশ খুঁজছে তাদের দুজন। পুলিশের ভয়ে সাব্বির ও বর্ষা দম্পতি পালিয়ে বেড়াচ্ছেন।

Comments (0)
Add Comment