ফন্দি ফিকির

টিপ্পনী

টিপ্পনী

ফন্দি ফিকির

চাপা মেরে ফাঁপা লোকে
তোলে খালি চান্দা,
জানে ওরা আনকোরা
কত কী যে ধান্দা।

খোলা পেটে ভোলা বাবু
ভুঁড়ি করে নান্দা,
তার মতো আছে কতো
অবিকল বান্দা।

খুটে খেয়ে লুটে খেয়ে
ফুটে পড়ে নন্দী
তোলে টাকা কতো কাকা
জানে মেলা ফন্দি।

ওরা বাজে আসে কাজে?
কেন হবে সন্ধি?
হবে হবে আজই তবে
করে ফ্যালো বন্দি।

সূত্র:(মেহেরপুরে মসজিদ তৈরির নামে চাঁদাবাজি)

Comments (0)
Add Comment