ফ্রি ফায়ার ও পাবজি গেম বন্ধের দাবিতে গাংনীতে মানববন্ধন

গাংনী প্রতিনিধি: ফ্রি ফায়ার পাবজি গেম বন্ধের দাবিতে মেহেরপুর গাংনী উপজেলার তেরাইল গ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ওই গ্রামের কুঠিপাড়ার যুবসমাজের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে শিক্ষক, অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, করোনাকালীন পরিস্থিতির কারণে স্কুল-কলেজ বন্ধের ফলে দিন দিন শিক্ষার্থীরা ফ্রি ফায়ার ও পাবজি গেমে আসক্ত হয়ে পড়েছে। অভিভাবকের অজান্তের তাদের সন্তানরা এ গেমে ডুবে থাকছে বেশিরভাগ সময়। ফলে তাদের শারীরিক ও মানসিক বিকাশে বাধাগ্রস্ত হচ্ছে। তারা শিক্ষা থেকে ছিটকে পড়ছে বলে মনে করছেন বক্তারা। তাই অনতিবিলম্বে এই গেম বন্ধের দাবি জানান তারা।
বক্তব্য রাখেন তেরাইল কুঠিপাড়ার ইমাম আবুল কালাম আজাদ, সফিক হোসেন, শিক্ষক সাদ্দাম হোসেন প্রমুখ।

Comments (0)
Add Comment