বন্যার্তদের সহযোগিতায় চুয়াডাঙ্গায় সাংস্কৃতিক কর্মীদের পথ কনসার্ট

স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে চুয়াডাঙ্গার সাংস্কৃতিক কর্মীরা। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক কর্মীদের পথ কনসার্ট। ‘দেশ ভাসছে বন্যায়, নীরব থাকা অন্যায়’ এ সেøাগানে গতকাল বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের শহীদ হাসান চত্বরে ওই পথ কনসার্টের আয়োজন করে জেলার সাংস্কৃতিক কর্মীরা। পথ কনসার্টে গণসঙ্গীতসহ বিভিন্ন ধরণের গান পরিবেশন করেন হিরন উর রশিদ শান্ত, শাওন কুমার রায়সহ স্থানীয় শিল্পীরা। এসময় সাংস্কৃতিক কর্মীদের হাতে থাকা সহযোগিতা বাক্সে সহায়তা দেন পথচারীরা। সাংস্কৃতিক কর্মী হিরন উর রশিদ শান্ত জানান, সিলেট, সুনামগঞ্জ, মাদারীপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলের বন্যার্ত মানুষদের সহযোগিতা করতে এ আয়োজন। পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ স্থানে পথ কনসার্টের আয়োজন করা হবে। পরে সহযোগিতার অর্থ জেলা প্রশাসকের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার্তদের কাছে পৌঁছে দেয়া হবে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার এ কার্যক্রমে সার্বিকভাবে সহযোগিতা করছেন। এ কার্যক্রমে সকলের সহযোগিতা চান তারা।

Comments (0)
Add Comment