বর্তমান পরিষদের সময় লুকিয়ে কোনো কাজ হয় না

চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে রাস্তা নির্মাণকাজের উদ্বোধনকালে মেয়র জিপু চৌধুরী
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডে রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এলজিইডির পাশে এ ফ্লাট সোলিং রাস্তা নির্মাণকাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। এসময় মেয়র জিপু বলেন, বর্তমান পৌর পরিষদ কথায় না কাজে বিশ্বাসী। আমরা কোনো সময় অন্যের কাজকে নিজের নামে চালায় না। আমরা যেমন কাজ করি, তেমনি কাজের মান সাধারণ নাগরিকদের বুঝে নেয়া সুযোগও করে দিয়েছি, এখনও দিচ্ছি। বর্তমান পরিষদের সময় লুকিয়ে কোনো কাজ হয় না। বর্তমানে পৌরপরিষদের কেউ ঠিকাদারদের কাছ থেকে সুবিধা নেয় না। আমি মেয়র হয়ে আগের সব অবৈধ সিস্টেম বন্ধ করেছি। প্রতিটি এলাকায় গিয়ে জনগণকে তাদের উন্নয়ন কাজের মান বুঝে নিতে বলছি। একই সাথে সাইটে সিসিটিভি ক্যামেরা বসিয়ে কাজের তদারকি করা হচ্ছে। আগের থেকে বর্তমান মেয়াদের প্রত্যেকটি উন্নয়নমূলক কাজের মান কয়েকগুণ ভালো। এটি সম্ভব হয়েছে সাধারণ পৌরবাসীর সহায়তায়। সাধারণ মানুষের চাওয়া পাওয়া পূরণ করা আমার দায়িত্ব। পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দাদের চাহিদা অনুযায়ী অনেক রাস্তা ড্রেনের কাজ বর্তমান মেয়াদে হয়েছে। অনেকেরই আমার কাছে অনেক দাবি করেছে। সেগুলোও ভবিষ্যতে হয়ে যাবে ইনশাআল্লাহ। এসময় উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম, পৌরসভার উপ সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, ঠিকাদার সৈয়দ ফরিদ আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, ৫নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রকিব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য আব্দুর রাজ্জাক, ভুলন, রাশেদুল ইসলাম পাপেল, ফিরোজ, ইছানুল, সজিব, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার হোসেন মিলন, পৌর শ্রমিকলীগের সভাপতি ইয়া নবী শেখ প্রমুখ।

Comments (0)
Add Comment