স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চুয়াডাঙ্গা জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাবেক আহমেদ খান গত ৭ আগস্ট স্বাক্ষরিত পত্রে বীর মুক্তিযোদ্ধা মো. আবেছ উদ্দীনকে আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটির অন্য সদস্যরা হলেন-যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. খাজা আবুল হাসনাত, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা মো. রইছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মো. জিন্নাত আলী, বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা ফকির মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. চাঁদ আলী ও বীর মুক্তিযোদ্ধা মো. গিয়াস উদ্দিন।