বালু তোলার অপরাধে গাংনীতে একজনের ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: অবৈধভাবে বালু তোলার দায়ে মেহেরপুরের গাংনীর চিৎলা গ্রামের মাঠে অভিযান চালিয়েছে গাংনী উপজেলা প্রশাসন। এ সময় বালু তোলা যন্ত্র এক্সেবেটার চালক জিয়ার কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে গাংনী উপজেলা সহকারি কমিনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ অর্থাদ-াদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, কৃষি জমিতে গর্ত করে বালু তোলার কারণে আশেপাশের আবাদি জমি পড়ে ঝুঁকির মধ্যে। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বালু তোলার দৃশ্য ও ক্ষতির বিষয়টি উঠে আসে। বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক্সেবেটর মালিককে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ এবং ভবিষ্যতে এ কাজ থেকে বিরত থাকার মুচলেকায় মুক্তি দেওয়া হয় অর্থদ-প্রাপ্ত জিয়াকে।