বিএনপি ক্ষমতায় আসার পরে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলো

চুয়াডাঙ্গা পৌর ১নং ওয়ার্ড আ. লীগের পরিচিতি সভায় টোটন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের মূল কমিটির পরিচিতিসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৪টায় আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বিএনপি ক্ষমতায় আসার পরে প্রতিহিংসার রাজনীতি শুরু করেছিলো। তারাই দেশের গণতন্ত্র ধংস করে সংবিধান কলুষিত করেছিলো। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গণতন্ত্র পুনরুদ্ধার করা হয়েছে। সংবিধানকে মর্যাদা দিয়ে সব ধরণের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, অনেকে আছেন বিএনপির সঙ্গে আতাত করে রাজনীতি করছেন। বিএনপি কখনোই আপনাদের বন্ধু নয়। দলের শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের সব সময় সজাগ থাকতে হবে। শেখ হাসিনার নেতৃতে দেশ ভালোভাবে চলছে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পুনরায় সরকার গঠন করে দেশবাসীর সেবা করতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গায় বিপুল ভোটে নৌকার বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও দলীয় নির্দেশনা মেনে চলতে হবে আমাদের। উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখতে হলে আগামী নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়ী করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক কার্যনির্বাহী সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন হেলা ও সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের। এছাড়া আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মো. শওকত আলী বিশ্বাস, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাড. তালিম হোসেন, জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু, বিশিষ্ট ব্যাবসায়ী মো. নুরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাবেক সাধারণ সম্পাদিকা নুরুন্নাহার কাকলী, জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গিনি ইসলাম, পৌর সকল ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদক, ১নং ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও প্রবীণ আওয়ামী লীগ নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, জেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. তৌহিদুর রহমান চন্দন, জেলা যুবলীগ নেতা সিরাজুল ইসলাম আসমান, শেখ সেলিম, মিরাজুল ইসলাম কাবা, টুটুল, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. হাফিজুর রহমান লাল্টু, ১নং ওয়ার্ড আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. মিন্টু আলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন পিন্টু। কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা নতুন কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন।

Comments (0)
Add Comment