বৃক্ষপ্রেমি আব্দুল ওয়াহিদকে গাংনী প্রেসক্লাবের সম্মাননা

গাংনী প্রতিনিধি: গাছের কান্নায় যার হৃদয়ে ঝরে রক্ত। বৃক্ষ তার কাছে সন্তানের মতোই। তাইতো দেশের এপ্রান্ত থেকে ওপ্রান্ত পর্যন্ত ছুঁড়ে বেড়ান গাছের কষ্ট মুছে দিতে। বিশেষ করে গাছে লেগে থাকা পেরেক (লোহা) অপসারণ করেন তিনি। পেশায় রাজমিস্ত্রি যশোরের আব্দুল ওয়াহিদ গেলো কয়েকদিন ধরে মেহেরপুর জেলার বিভিন্ন সড়কে গাছের পেরেক অপসারণের কাজ করেছেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ মেহেরপুর গাংনী প্রেসক্লাব সম্মাননা সনদ দিয়েছে গাছ পাগল এই মানুষটিকে।

গতকাল সোমবার বিকেলে গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলীর সভাপতিত্বে এ সম্মাননা অনুষ্ঠান শুরু হয়। সাধারণ সম্পাদক মাহবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব যুগ্ম সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, গাংনী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদ-উদ-দৌলা রেজা, সাংবাদিক এসএম রফিকুল আলম বকুল ও তোফায়েল হোসেন প্রমুখ।

কারও জন্য অপেক্ষায় না থেকে গাছের পাশে মততার হাত বাড়িয়ে দিতে সকলের কাছে অনুরোধ করেন সংবর্ধিত আব্দুল ওয়াহিদ।

Comments (0)
Add Comment