বৃদ্ধার টাকা চুরি

স্টাফ রিপোর্টার: চাউল কিনবে বলে লোকের ক্ষেত থেকে টাকার বিনিময়ে কচু তোলার কাজ করেন সাহেরা খাতুন। কোন কিছুর আঘাতে তার পায়ের নিচের পাতা কেটে যায়। চাউল কেনার জন্য কচু তোলার থেকে পাওয়া জমানো ৩ হাজার টাকা নিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বহিঃবিভাগে চিকিৎসা নিতে আসেন তিনি। সেখান থেকে ব্যাগের চেন খুলে টাকাটা কেউ চুরি করে নেই। এখন চাউল কিনব কিভাবে? কি খাবো এখন আমি এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন সদর হাসপাতাল চত্ত্বরে। সাহেরা খাতুন চুয়াডাঙ্গা সদর উপজেলার দিগড়ী গ্রামের হেলিপ্যাড পাড়ার দিনমজুর বিপ্লবের স্ত্রী। গতকাল রোববার বেলা ১২ টার দিকে সদর হাসপাতালের বহিঃবিভাগে এ ঘটনা ঘটে। সাহেরা খাতুন বলেন, আমার স্বামী অসুস্থ। ঠিকমতো কাজ করতে পারেনা। আমি লোকের ক্ষেত থেকে টাকার বিনিময়ে কচু তুলে দিই। কোন কিছুর আঘাতে আমার ডান পায়ের নিচে অনেকখানি কেটে যায়। জমানো ৩ হাজার টাকা নিয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসি। বাড়ি যাওয়ার পথে চাউল কিনে নিয়ে যাবো। চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে তাই আগেভাগে চাউল কিনে রাখতে চেয়েছিলাম। কিন্তু সদর হাসপাতালে চিকিৎসা নেয়ার সময় ব্যাগ থেকে টাকা চুরি হয়ে গেছে। এখন আমি কি করব? কি খাবো আমরা। এই বলে কান্নায় ভেঙ্গে পড়েন তিনি। এদিকে সদর হাসপাতালের নিয়োজিত পুলিশ থাকলেও তারা সঠিক দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ রয়েছে। জরুরি বিভাগে থাকা পুলিশ বক্সের মধ্যেই বসে থাকেন। সচেতন মহল ও ভুক্তভোগীরা জানায়, বহিঃবিভাগে পুলিশ নিয়মিত টহল দিলে চুরি কমে যাবে বলে মন্তব্য করেন তারা।

Comments (0)
Add Comment