মুর্শিদ কলিন/একলাছ উদ্দীন: ভালোবাসার টানে হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে এলেন সিঙ্গাপুর প্রবাসী ইন্দোনেশিয়ার তরুণী আইজুমি (২৫)। প্রিয় মানুষটিকে দেখার জন্য চার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশে আসলেন সিঙ্গাপুর প্রবাসী সুন্দরী এই তরুণী। জানা যায়, ১৩ বছর আগে কাজের সুবাদে সিঙ্গাপুর যান চুয়াডাঙ্গা আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামের আনারুল ইসলামের ছেলে মোহাম্মদ শোভন (৩০)। পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় সিঙ্গাপুরে কর্মরত ইন্দোনেশিয়ান তরুণী সুন্দরী আইজুমির সঙ্গে। প্রথমে কথা বলা এরপর শুরু হয় দুজন দুজনকে ভালোলাগা। আর এই ভালো লাগায় পরিনত হয় প্রেমে। গত বছর দেশে আসেন শোভন। ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ ছিল তাদের দুজনের। ২৫ মে গত পরশু রোববার সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসেন সিঙ্গাপুর প্রবাসী ইন্দোনেশিয়ান তরুণী আইজুমি। গতকাল সোমবার বেলা ১১টায় উপস্থিত হন আলমডাঙ্গা উপজেলার অনুপনগর গ্রামে প্রেমিক শোভনের বাড়িতে। বিদেশি এই তরুণীকে একনজর দেখতে অনেকেই ভিড় জমান শোভনের বাড়িতে। শোভনের পরিবার সাচ্ছন্দে গ্রহণ করেছে এই তরুণীকে। আইজুমি মাথাভাঙ্গাকে জানান, প্রাণের মানুষটিকে দেখার জন্য ছুটে এসেছেন বাংলাদেশে। শোভন যদি চাই তাহলে আমি বিয়ে করতে রাজি। আমি শোভনের সঙ্গে থাকতে চাই। সিঙ্গাপুর থেকে মেয়ে আসায় এলাকায় বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। বিদেশি এই তরুণীকে দেখতে ভিড় জমাচ্ছে এলাকাবাসী। এলাকাবাসী জানান, শোভন আমাদের এলাকার গর্ব তার প্রেমের টানে বিদেশ থেকে বাংলাদেশের গ্রামে চলে এসেছে এই সুন্দরী তরুণী। শোভন আইজুমির জন্য দোয়া চেয়েছেন এলাকাবাসী।