ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৭ হাজার টাকা জরিমানা

মেহেরপুর অফিস ঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর বাজারে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য রাখা, সরকার নির্ধারিত মূল্যের বেশী মূল্যে ডাল, ছোলা, চিনি ও মসলা বিক্রি এবং দ্রব্যমূল্য তালিকা না থাকার অভিযোগে বাজারের কয়েকটি দোকানের মালিকের নিকট থেকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অনিয়মের অভিযোগে জরিমানা আদায় করা হয় শ্যামপুর বাজার ব্যবসায়ী রুহুল স্টোর, মমিনুল স্টোর, মেসার্স এম,এ,বারী এন্টারপ্রাইজ, তাওহিদ হাসান ব্যাবসা প্রতিষ্ঠানের মালিককে ওই জরিমানা আদায় করা হয়।
এদিন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ওই জরিমানা আদায় করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্ব অভিযান চলাকালে অন্যান্যের মধ্যে মেহেরপুর জেলা মার্কেটিং অফিসার জিব্রাইল হোসেন, সদর উপজেলা কর্মকর্তা তারিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Comments (0)
Add Comment