পাথর বোঝাই ট্রাকে ভোগান্তি কার্পাসডাঙ্গার স্কুল-কলেজের শিক্ষার্থীদের

স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ডিগ্রী কলেজ ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের একমাত্র সড়ক হচ্ছে কার্পাসডাঙ্গা-বাঘাডাঙ্গার সড়ক। এই সড়কটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থীসহ দুই গ্রামের প্রায় হাজার হাজার লোক ও যানবাহন যাতায়াত করে। এই রাস্তাটি দুই শিক্ষা প্রতিষ্ঠানের যাতায়াতের একমাত্র মাধ্যম হলেও কয়েকদিন ধরে যানজট লেগেই থাকে। আর এ যানজট সৃষ্টির একমাত্র কারণ দশ চাকার পাথর বোঝাই ট্রাক স্কুলের সামনে রাস্তার ওপরে অবৈধভাবে পাকিং। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে পাথর বোঝায় করে নিয়ে এসে এ গাড়িগুলো জড়ো হতে থাকে রাস্তার ওপরে। যার কারণে এ রাস্তা দীর্ঘ সময় ধরে যানজটের সৃষ্টি হচ্ছে। সোমবার সরেজমিনে গিয়ে দেখা যায় বিদ্যালয়ের সামনে অবৈধভাবে পার্কিং ব্যবস্থা করা হয়েছে। আর এ পার্কিং ব্যবস্থার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। স্কুলের সামনে থেকে ৭ থেকে ৮টি দশ চাকা ট্রাক ব্রিজমোড় পর্যন্ত অতিক্রম করেছে। আর এ যানজটের কারণে এ পথটি অতিক্রম করতে যানবাহনের অনেক সময় লেগে যায়। বিশেষ করে স্কুলের মেয়েরা যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আর এ সমস্যার কারণে কর্তৃপক্ষের নেই কোনো উদ্যোগ। কর্তৃপক্ষ মানছে না কোনো নিয়মনীতি। আর এ অনিয়মের কারণে ভোগান্তিতে পড়েছে কলেজ ও স্কুলের শিক্ষার্থীসহ হাজার হাজার মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগীরা। মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক আকলিমা খাতুন জানান, কয়েকদিন ধরে এখানকার যানজট একটি নিয়মে পরিণত হয়েছে। এতো আইন থাকা সত্ত্বেও আইনের তোয়াক্কা না করেই হরহামেশায় তারা অবৈধভাবে গাড়ি পার্কিং করছেন। সড়কের কাজের জন্য স্কুলের পাশে রাখা হচ্ছে পাথর। যার কারণে ১০ চাকা ট্রাকে করে এখানে পাথর আসা নেয়া করছে। আমাদের স্কুলের মেয়েদের যাতায়াতের অনেক অসুবিধা হচ্ছে। তাই এ সমস্যা সমাধানে জরুরী পদক্ষেপ নেয়া উচিত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহের কাছে জানতে চাইলে তিনি জানান বিষয়টি দেখছি।

Comments (0)
Add Comment