মহেশপুরে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে ১৯ জন আটক

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী-শিশু ও একজন দালালসহ ১৯ জনকে আটক করেছে ৫৮ বিজিবি। গতকাল বুধবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শ্যামকুড় ও মাটিলা বিওপির টহল অভিযান চালিয়ে ৩ জন শিশু, ৫ জন নারী, ১০ জন পুরুষ ও একজন দালালকে আটক করে। আটককৃতরা হলেন পিরোজপুর জেলার কলাবন গ্রামের জব্বার শিকদারের ছেলে আবু বক্কর শিকদার (৩০), আবু বক্কর শিকারদারের স্ত্রী লাইজু (২১) ও তাদের শিশু কন্যা আছিয়া আক্তার মনিকা (৯ মাস), মোসারেফ হোসেনের ছেলে রাসেল (২৭), বাগেরহাট জেলার খেজুরবাড়িয়া গ্রামের মতলবের ছেলে সিদ্দিক (৩৫), সিদ্দিকের স্ত্রী মমতাজ (৩২) ও তাদের শিশু কন্যা সামিয়া (১), একই জেলার বড়পুরি গ্রামের মুজিবর খাঁর ছেলে স্ত্রী মমতাজ বেগম (৩২) ও তার শিশুপুত্র নজরুল খাঁ (৪), রুস্তম আলীর ছেলে মাসুম (৩০), খুলনা জেলার সদর থানার নন্দনপুর গ্রামের শামীম হোসেনের স্ত্রী সাজেদা বেগম (৩২) ও তার শিশু কন্যা সাদিয়া (৬), মাদারীপুর জেলার কালকিনি থানার দক্ষিন জোনজোনদি গ্রামের আইনালের ছেলে মহাসিন (২৫), সিকান্দারের ছেলে মাহাবুব (৩০) এবং পারাপারে সহায়কারী দালাল চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার তেতুলিয়া গ্রামের আজিজুলের ছেলে শরিফুল (৩২), ঢাকা জেলার ধানমন্ডি থানার মৃত মানিক লালের ছেলে উজ্জ্বল কুমার (৫৯), ফকির চন্দ্র চৌধুরীর ছেলে প্রদীপ চৌধুরী (৫২), চট্রগ্রাম জেলার হাটহাজরী থানার গুমান মর্দ্দন গ্রামের নুরুল আলমের ছেলে ইসলাম (৫৫) ও যশোর জেলার বেনাপোল থানার কাগজপুকুর গ্রামের রুহুল আমিনের কন্যা লাবনী (১৯)।
মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আটককৃতদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment