মহেশপুরে আত্মহত্যা ও বাল্যবিয়ে প্রতিরোধে আলোচনা

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ‘আত্মহত্যা ও বাল্যবিয়ে প্রতিরোধে’ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে স্থানীয় মানবাধিকার সংস্থা আরডিসির আয়োজনে ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ফতেপুর গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী শারমিন খন্দকার, মানবাধিকার সংস্থা আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান প্রমুখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরডিসির প্রোগ্রাম সুপার ভাইজার দাউদ হোসেন, গাজীরননেছা বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালিদ হোসেন, শারমিন সুলতানা, ছমির উদ্দিন, নাসরিন খাতুন, রিতা খাতুন, রাশেদ রহমানসহ ছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বখাটেদের উৎপাত, মা-বাবার বকুনি, পারিবারিক বিপর্যয়, মানসিক অশান্তি, নারী নির্যাতন, ধর্ষণ, আর্থ-সামাজিক  প্রেক্ষাপট, মূল্যবোধের অবক্ষয়সহ আত্মহত্যার নানা দিক নিয়ে বক্তারা আলোচনা করেন।

Comments (0)
Add Comment