মহেশপুরে ফেনসিডিল ও গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

 

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৪৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ ফয়জুল্লাহ (২৩) নামের এক যুবককে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। বুধবার রাত ৩টার সময় তাকে আটক করা হয়। আটককৃত ফয়জুল্লাহ উপজেলার বেতবাড়িয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলামের নির্দেশে মহেশপুর থানার ওসি সেলিম মিয়ার নেতৃত্বে এসআই আব্দুল জলিল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলার সীমান্তবর্তী বড়বাড়ি গ্রামের মাঠের ভিতর একটি মেহগুনি বাগানের মধ্য থেকে ফয়জুল্লাহ(২৩) কে ৪৫০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ আটক করে। এ বিষয়ে সকাল ১১টায় মহেশপুর থানায় প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, এই চালান ধরার জন্য তারা কয়েকদিন ধরে সোর্সের মাধ্যমে চেষ্টা করছিল অবশেষে তারা কৃতকার্য হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪/৫ জন পালিয়ে যায় এবং একজন আটক হয়। এ ব্যাপারে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে।

Comments (0)
Add Comment