মহেশপুরে ব্যবসায়ীকে অপহরণ শেষে মুক্তিপণ দাবি : দুজন আটক

মহেশপুর প্রতিনিধি: প্রতারণার ফাঁদে ফেলে মহেশপুরে শাহাজান আলী (৬৭) নামে এক মাছ ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবী করা অপহরণকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ।  মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মহেশপুর পৌর এলাকার পাতিবিলা গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলেন, পাতিবিলা গ্রামের মোজাফ্ফার হোসেনের ছেলে মমিনুর (২০), খলিলের ছেলে আলামিন (২১)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে এই সিন্ডিকেট অপহৃত শাহাজান আলীর মোবাইলে বিভিন্ন ধরণের হুমকি ধামকি দিয়ে আসছিলো। মঙ্গলবার রাতে তাকে বাড়ি থেকে অপহরণ করে পার্শ্ববর্তী রমজান আলীর পাটক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে মহিলা দিয়ে ফাঁসিয়ে তার কাছে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। শাহাজান আলী জীবন বাঁচাতে পরের দিন আছর বাদ ওই গ্রামের মাঠে একটি সেগুন বাগানের ভেতর মুক্তিপণের টাকা দেয়ার শর্তে মুক্তি পায়। এ ঘটনায় শাহাজান আলী বাদি হয়ে ৪জনের নামে উল্লেখ করে অজ্ঞাত আরো ২জনের নামে মহেশপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। বাকী আসামিদের আটক করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Comments (0)
Add Comment