মহেশপুরে হত্যা মামলার ৩ পলাতক আসামি আটক

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর লেবুতলা সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হত্যা মামলার ৩ আসামিকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার তরিকুল আহসানের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস দল বুধবার বিকেলে অভিযান চালিয়ে লেবুতলা বর্ডার থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন লেবুতলা গ্রামের মোসলেম দফাদারের ছেলে নাজিম উদ্দীন, তার স্ত্রী আন্না বেগম ও কন্যা জুলি খাতুন।
উল্লেখ্য, চলতি বছরের ২৩ এপ্রিল লেবুতলা গ্রামের মহিউদ্দীনের ছেলে চাঁন মিয়াকে (২৬) শ্বাসরোধ করে হত্যা করা হয়। ওই ঘটনায় ঝিনাইদহ আদালতে একটি মামলা হয়। আদালত বাদীর অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার জন্য মহেশপুর থানাকে নির্দেশ দেয়। র‌্যাব মামলাটির তদন্ত ও গোয়েন্দা নজরদারী শুরু করে। বুধবার আসামিরা সীমান্ত পার হয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের গ্রেফতার করে। মহেশপুর থানার ওসি সেলিম জানান, বৃহস্পতিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

Comments (0)
Add Comment