মহেশপুর পৌরসভায় প্রায় ৫৫ কোটি টাকার বাজেট ঘোষণা

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থ বছরে প্রায় ৫৫ কোটির টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। মহেশপুর পৌরসভার পৌর প্রশাসক খাজিদা আক্তার এই বাজেট ঘোষনা করেন। গতকাল সোমবার দুপুরে মহেশপুর পৌরসভায় হলরুমে পৌর প্রশাসক খাজিদা আক্তারের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হেদায়েদ বিন সেতু,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,উপজেলা শিক্ষা অফিসার,রফিকুল ইসলাম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সোহেল রানা, হিসাবরক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন, পৌরসভার অফিস সহকারী শষ্ঠি চরণ রায়। উল্লেখ্য গত বছর বাজেট ছিলো ৬৫ কোটি টাকা এই বছর কমে যেয়ে ৫৫ কোটি ৯ লক্ষ ৫১ হাজার ২শত ২৪ টাকা ধরা হয়েছে। বাজেট বক্তিতায় পৌর প্রশাসক বলেন, পর্যায়ে ক্রমে এই পৌর সভার উন্নয়নের কাজ করা হবে। সকলের সহযোগিতা কামনা করছি।