মহেশপুর শ্যামকুড় সীমান্তে ৩ দালালসহ আটক ১৮

মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদেহর মহেশপুর শ্যামকুড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ৩ দালালসহ ১৮ জন ৫৮ বিজিবি’র হাতে আটক হয়েছেন। শনিবার ভোরে অবৈধভাবে ভারতে গমনের চেষ্টাকালে শ্যামকুড় বিওপির টহল দল শ্যামকুড় মাঠের ভেতর থেকে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার রাজাপুর গ্রামের মৃত আবুল শেখের ছেলে সাগর শেখ (৩২), সাগর শেখের স্ত্রী জোসনা বেগম (২৫) ও শিশুপুত্র হাসান শেখ (৪), ইলিয়াস শেখের ছেলে আসাদুজ্জামান (১৬), নওগা জেলার আত্রাই থানার পৌসত্ততা গ্রামের মৃত খাজাউদ্দিনের ছেলে সাহাদাত আলী (২৪), সাহাদাত আলীর স্ত্রী ফাতেমা জাহান শিউলী (১৯)। এছাড়া পারাপারে সহায়তাকারী দালাল মহেশপুর থানার ডাকাতিয়া গ্রামের নুর বক্স মিয়ার ছেলে মনিরুজ্জামান (৫৩), মৃত খোদা বক্সের ছেলে সাজ্জাদ আলী (৩৫) এবং সেজিয়া গ্রামের খলিলের ছেলে এসকে সাগর (১৯)। এদিকে শুক্রবার রাতে একই বিওপি মাইলবাড়িয়া মাঠের ভেতর থেকে ৩ জন শিশু, ২ জন নারী ও ৪ জন পুরুষকে আটক করে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে আসা যাওয়ার সময় ১২৫ নারী, পুরুষ ও শিশু এবং সহায়তাকারী ৮ দালালকে আটক করে বিজিবি।

 

Comments (0)
Add Comment