মহেশপুর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশী নারী আটক : পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর মাটিলা সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশি ৩ নারী আটক কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

মাটিলা বিওপি সূত্রে প্রকাশ, সোমবার ভোরে মাটিলা ক্যাম্পের বিপরীতে ৬৮ রনঘাট বিএসএফের হাতে ৫১/১৩ আর পিলারের নিকট ৩জন বাংলাদেশী নারী আটক হয়। বিএসএফের আহ্বানে সকাল ১০টায় ৫৩ নম্বর পিলার ধসপুর মাঠে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের পক্ষে মাটিলা ক্যাম্পের জেসিও নায়েক সুবেদার হাবিবুর রহমান এবং রনঘাট বিএসএফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার জিডি পান্ডে স্ব স্ব দেশের নেতৃত্বে দেয়। আটককৃত ৩জনের মধ্যে একজনের ঠিকানা সঠিক থাকায় তাকে বিজিবি গ্রহণ করে। বাকী দুজনকে বিএসএফ ফেরত নিয়ে যায়। হস্তান্তরকৃত ব্যক্তি হলেন সাতক্ষীরা জেলার আশাসুনী থানার শীরুলা গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী রেশমা খাতুন (৩৭)। এ বিষয়ে মাটিলা বিওপি ক্যাম্পে যোগাযোগ করলে তারা জানায় তাকে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।

Comments (0)
Add Comment