মাছ ধরতে নেমে পুকুরে ডুবে মৃত্যু : বাবার পায়েই বাধলো সন্তানের দেহ

গাংনী প্রতিনিধি: গাংনীর পল্লি শালদহ গ্রামে পুকুরে ডুবে আপন হোসেন নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে পুকুরের পানিতে ডুবে তার মৃত্যু হয়। নিজেদেরই পুকুরে মরে ভেসে ওঠা মাছ তোলার জন্য গিয়েছিলো সে। আপন হোসেন (১২) মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের শালদহ গ্রামের বিলপাড়ার স্বপন হোসেনের ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

স্থানীয়সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে শালদহ গ্রামের স্বপন হোসেনের চাচা সিরাজুল ইসলামের পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে। মাছ চাষের ক্ষতি কিছুটা পোষাতে সিরাজুল ইসলামের পরিবারের লোকজন পুকুরে নেমে মাছ ধরা শুরু করেন। স্বপনের সাথে তার ছেলে আপন হোসেনও পুকুরে নেমেছিলো। মাছ ধরার একপর্যায়ে সবার অজান্তে পুকুরের পানিতে ডুবে যায় আপন হোসেন। এরপর আকস্মিকভাবে আপন পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচে স্বপনের পায়ে বাধে ডুবে যাওয়া ছেলে আপনের দেহ। তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নেয়া হয়। গাংনী হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. বিডি দাস পিকলু জানান, হাসপাতালে নেয়ার সাথে সাথেই আপন হোসেনকে মৃত ঘোষণা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে। গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Comments (0)
Add Comment