মাদকাসক্ত ছেলের হাতে রক্তাক্ত ভ্যানচালক বাবা

বিশেষ প্রতিবেদক:দর্শনা পৌরসভার দক্ষিণচাদপুর এলাকার খামারপাড়ায় মাদকাসক্ত ছেলের হাতে রক্তাক্ত হয়েছেন এক ভ্যানচালক বাবা। ঘটনাটি ঘটেছে বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে।

এলাকাবাসীরা জানায়, লাহা নামের ওই যুবক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং মাদকের টাকার জন্য প্রায়ই পরিবারের সদস্যদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। ঘটনার দিনও মাদকের টাকা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সে তার জন্মদাতা পিতাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওই ভ্যানচালক বাবাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

এলাকাবাসীর অভিযোগ, লাহা পূর্বেও একাধিকবার তার বাবাকে হত্যার হুমকি দিয়েছে এবং এ নিয়ে পরিবারে চরম আতঙ্ক বিরাজ করছে। তবে ঘটনার পর এখন পর্যন্ত কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন ছেলেটি মাদকাসক্ত বলে জেনেছি। ওই মাদকাসক্ত ছেলের বোন আমাকে ফোন দিয়ে বিস্তারিত জানিয়েছে অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।