মানুষের মতো মানুষ হতে চাইলে লেখাপড়ার বিকল্প নেই

চুয়াডাঙ্গার বিভিন্ন প্রতিষ্ঠানের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত : মুন্সিগঞ্জ একাডেমীর অনুষ্ঠানে টোটন জোয়ার্দ্দার

স্টাফ রিপোর্টার: ‘মানুষের মতো মানুষ হতে চাইলে লেখাপড়ার বিকল্প নেই। লেখাপড়া শিখে আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। তবেই আমরা জাতি হিসেবে মাথা তুলে দাঁড়াতে পারবো। নিজে বড়ো হলেই জাতিকে বড় করা যায়। এ জন্য বর্তমান আধুনিক প্রযুক্তির সুষ্ঠু প্রয়োগ ও ব্যবহারের মধ্যদিয়ে আমরা নিজেদেরকে গড়ে তুলবো।’ কথাগুলো বলেছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। গতকাল শুক্রবার সকালে জেলার আলমডাঙ্গার মুন্সিগঞ্জ একাডেমীর ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। তার উপদেশমূলক বক্তৃতা মনোযোগ সহকারে শোনে উপস্থিত ছাত্র-ছাত্রীরা। পরে প্রধান অতিথি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

               মুন্সিগঞ্জ একাডেমীর প্রধান শিক্ষক মো. আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হান্নান মাস্টার, সাবেক সভাপতি বদরুদ্দোজা বুদো, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসান উজ্জামান হান্নান, মুন্সিগঞ্জ একাডেমীর ম্যানেজিং কমিটির দাতা সদস্য হেলাল উদ্দিন, বিদ্যোৎসাহী সদস্য মো. সিদ্দিক আলী, অভিভাবক সদস্য সোহেল তিতুমীর, মো. আজিবর রহমান, মো. হাসান কবির, মো. মজনু মিয়া ও মোছা. শিরিনা খাতুন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সহকারী প্রধান শিক্ষক মো. আনারুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা ও উপস্থাপন করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জামান লিঙ্কন।

আন্দুলবাড়িয়া প্রতিনিধি: জীবননগরের কেডিকে ইউনিয়নের কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় বিদালয় চত্বরে বিদায়ী শিক্ষার্থীদের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এ বিদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুস শুকুর সরকার। বিশেষ অতিথি ছিলেন কেডিকে ইউনিয়ন লোকমোর্চার সভাপতি দাউদ হোসেন, মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলমগীর হোসেন, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, অভিভাবক সদস্য বজলুর রহমান, ইউপি সদস্য খাসিয়ার রহমান মিঠু, অভিভাবক সদস্য আব্দুল কাদের ও জসিম উদ্দিন প্রমুখ।

এছাড়া, আলমডাঙ্গার হারদীতে নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নবীন বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্কুল প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষক শহিদুল্লাহ খান খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শিক্ষক ওমর খৈয়ম, অধ্যক্ষ মনিরুজ্জামান, টিপু মেম্বার, আলাউদ্দীন বিশ্বাস, মজিবর রহমান ও শিক্ষক-শিক্ষিকাসহ শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুমাইয়া ও আঁখি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রধান শিক্ষক রাসেল আহমেদ। অনুষ্ঠানটির ভিডিওচিত্রে ছিলো এস.পি মিডিয়া।

Comments (0)
Add Comment