মজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগরে অগ্নিকা- একটি গাভীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের ম-লপাড়ার কাওসার আলীর বাড়িতে ওই অগ্নিকা-ের ঘটনা ঘটে। অগ্নিকা-ে সাড়ে তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
আনন্দবাস গ্রামের ম-লপাড়া মৃত আজাদ আলীর ছেলে কাওসার আলী রাতে তার গোয়াল ঘরে মশার কয়েল জ্বালিয়ে রাখেন। সেই মশার কয়েল থেকে গোয়াল ঘরে অগ্নিকা- ঘটনা ঘটে। অগ্নিকা-ে গোয়াল ঘরে বেঁধে রাখা একটি গাভী অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করে। একটি মটরসাইকেল আগুনে পুড়ে ছাই হয়েছে। সাথে গোয়াল ঘরে মাচার উপর থাকা ৫মন আলু, ১০মন পিয়াজ, ওই ঘরের ভিতরে থাকা হাস, মুরগী এবং রান্নাঘরে সমস্ত জিনিস পুড়ে পড়ে যাই। খবর পেয়ে মুজিবনগর উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নেন। ৩থেকে ৪লক্ষ টাকার/ ক্ষতি হয়েছে বলে কাওসার আলী জানান।