মুজিবনগরের মহাজনপুরে ১৫ কাঠা জমির কলার কান্দি কেটে তছরুপ

 

মুজিবনগর প্রতিনিধি:  মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের গোপালপুর দক্ষিণপাড়ার মাঠে ১৫ কাঠা জমির কলা কান্দি কেটে তছরুপ করেছে দুবৃর্ত্তরা। গত শনিবার দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়। এতে কৃষকের প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত চাষি। ক্ষতিগ্রস্ত চাষি মহাজনপুর ইউনিয়নের গোপালপুর গ্রামের খাইরুল ইসলাম জানান, আমি দীর্ঘদিন ধরে আবাদ করে আসছি কিন্তু এ ধরনের সমস্যার সম্মুখীন হয়নি। গতকাল রোববার সকালে জানতে পারি জমির কলা কান্দি রাতের আঁধারে কে বা কারা কেটে দিয়েছে। এ বছর  আমি ১৫ কাঠা জমিতে কলা করেছিলাম। এ কলা বাগানে আমার ২০ থেকে ২৫ হাজার টাকা খরচ হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে আমার ফসল কেটে দেয়া হয়েছে। এতে আমার প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে। এ বিষয় নিয়ে মুজিবনগর থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ওই কৃষক। স্থানীয় ইউপি সদস্য আরিফ হোসেন জানান, শত্রুতা  করে এভাবে একজন কৃষকের ক্ষতি। এটা আসলেই খুবই দুঃখজনক। এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Comments (0)
Add Comment