মুজিবনগরে খ্রিস্টান সম্প্রদায়ের দুই দিনব্যাপী নাম সংকীর্তন শুরু

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের বল্লভপুর গ্রামে শুরু হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের দুইদিনব্যাপী নাম সংকীর্তন অনুষ্ঠান। বল্লভপুর ঘাটপাড়ার আয়োজনে, হিমেল সরকারের বাড়িতে রোববার রাত্রি ৮টার সময় দুই দিনব্যাপী এই নাম সংকীর্তন অনুষ্ঠান শুরু হয়। খ্রিস্টীয় ধর্ম গুরুরা বলেন, ১৯৮৯ সালে খ্রিস্টান সম্প্রদায়ের মাঝে এই নাম সংকীর্তন অনুষ্ঠান প্রথম শুরু হয়। সে সময় মাঠে ফসলের সেচ দেওয়ার জন্য সেচ যন্ত্র ছিল না বললেই চলে এলাকার অনেক বাড়িতে ছিলনা টিউবঅয়েল বৃষ্টির পানির উপরে সবকিছু নির্ভর করতো। সে সময় খরা দেখা দিলে এবং খরা মরসুমে বৃষ্টি, রোগ মুক্তি, দেশের শান্তি স্থাপনের জন্য ক্রিস্টিয়ান সম্প্রদায় জনগণ প্রভু যীশুর কাছে প্রার্থনা ও কীর্তন গানের অনুষ্ঠানের আয়োজন করতো সেই থেকেই এই প্রথা চলে আসছে। এবারের নাম সংকীর্তনে প্রভুযীশুর জয়গান এবং দেশের বন্যার্ত,খরাপীড়িত, রোগাক্রান্ত, ক্ষুধার্ত মানুষের মুক্তির জন্য প্রভু যীশুর কাছে প্রার্থনা এবং স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের জন্য পদ্মা কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মঙ্গল কামনায় ঈশ্বর প্রভু যীশুর কাছে পার্থনা করাই মূল লক্ষ্য। দুই দিনব্যাপী এই নাম সংকীর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন, রেভা: মৃত্যুঞ্জয় মন্ডল প্রধান অতিথি হিসেবে আছেন রেভা: বাবুল বৈরাগী, বিশেষ অতিথি রেভা: উজ্জল মন্ডল, রেভা: এলডি কীর্তনীয়া, রেভা: ভিন্সেন্ট মন্ডল, ব্রাদার রুথুজন সরদার ব্রাদার বিনেশ টিগ্গা, ব্রাদার ইস্রায়েল মানখিন, ইউপি সদস্য বাবুল মল্লিক, সম্পাদক রিন্টু সরকার।

দুইদিন ব্যাপী নাম সংকীর্তনে বল্লভপুর, রতনপুর, কার্পাসডাঙ্গা, ভবেরপাড়া, আনন্দবাস, নাজিরাকোনা, নিত্যানন্দপুরসহ বিভিন্ন গ্রামের খ্রিস্টীয় ভক্তগণ উপস্থিত হয়েছেন।

Comments (0)
Add Comment