মুজিবনগরে জাতীয় শিশু দিবস ও স্বাধীনতা দিবসের প্রস্তুতিসভা

 

মুজিবনগর প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্য দিবস, ঐতিহাসিক ৭ মার্চ দিবস ও স্বাধীনতা ও জাতীয় দিবস পালন উপলক্ষে মুজিবনগরে প্রস্তুতিমূলক সভা করেছে মুজিবনগর উপজেলা প্রশাসন। গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাস। ওই সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, বাগোয়ান ইউনিয়ন চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউনিয়ন চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ প্রমুখ।

Comments (0)
Add Comment