মুজিবনগরে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের সচেতনতামূলক প্রশিক্ষণ

মুজিবনগর প্রতিনিধি: দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) এর ২য় পর্যায়ের কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মুজিবনগরের আয়াজনে দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একশ কিশোরী ছাত্রীদের নিয়ে সঞ্চয়ী মনোভাব এবং স্বাস্থ্য ও বাল্যবিয়ে সচেতনতামূলক ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় দারিয়াপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. তৌফিক আহম্মেদ, সহকারী পল্লী উন্নয়ন অফিসার (ইরেসপো) আ. সালাম, সহকারী হিসাবরক্ষক আকরামুল ইসলাম ও  গ্রাম সংগঠক এসএম সাইব পালু প্রমুখ।

অনুরুপ দুপুর ১২টায় গোপালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একশ কিশোরী ছাত্রীদের নিয়ে সঞ্চয়ী মনোভাব ও স্বাস্থ্য ও বাল্যবিয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফকির মোহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজন সরকার। ওই দুটি প্রশিক্ষণ কর্মশালায় সঞ্চলনায় ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কাউছার আলী। দুটি প্রশিক্ষণে দুইশ ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Comments (0)
Add Comment