মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

মুজিবনগর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর ভ্রাম্যমাণ আদালত জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহান না করায় ৫ জনের নিকট থেকে ১১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমূল আলম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানা যায়, এদিন দুপুরের দিকে মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ, আনন্দবাস, দারিয়াপুর ও মহাজনপুর বাজারে অভিযান চালিয়ে সামাজিক দূরুত্ব বজায় না রাখা ও মাস্ক পরিধান না করায় মোট ৫জনকে ১১শত টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় সার্টিফিকেট সহকারী মনিরুল ইসলাম, চেইন ম্যান স্বপন মুজিবনগর থানার এসআই এ সময় উপস্থিত ছিলেন। এরপর আনন্দবাস গ্রামে উপজেলা প্রশাসন কর্তৃক লকডাউনকৃত নজরুল ইসলামের বাড়ি গিয়ে তাদের সার্বিক খোঁজখবর নেয়া হয়।

Comments (0)
Add Comment