মুজিবনগরে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী লাগানোর অপরাধে জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুরের মুজিবনগর উপজেলার পুরন্দরপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শেখ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী দোকানে লাগানোর অপরাধে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলাম আদালত পরিচালনা করেন।

জানা গেছে, পুরন্দপুর গ্রামের প্রধান সড়কের ওপর জাপান টোব্যাকো কোম্পানির প্রতিনিধি মো. সবির আহমেদ শেখ সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন সামগ্রী দোকানে দোকানে লাগানোর অপরাধে মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তার নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। সবির আহমেদ কুষ্টিয়ার মিরপুর উপজেলার মির্জাপুর গ্রামের রেজওয়ানের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,  ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ধারা ৫ এর ১(ক) ধারায় ওই জরিমানা আদায় করা হয়েছে। মেহেরপুর সদর থানা পুলিশ এবং সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment