মেহেরপুরে আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালিত

 

মেহেরপুর অফিস: ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মেহেরপুর ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ মেহেরপুর জেলা শাখার উদ্যোগে এ র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মেহেরপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী নুরুল ইসলামের সভাপতিত্বে মেহেরপুর সড়ক ও জনপদ বিভাগ প্রাঙ্গনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আনিসুজ্জামান বকুল, সড়ক ও জলপদ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান, যুব উন্নয়ন দপ্তরের আমিনুল ইসলাম প্রমুখ। এদিকে এর আগে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। আইডিইবি’র সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারের সামনে থেকে শুরু করে বাদ্যের তালে তালে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জলপথ বিভাগে গিয়ে শেষ হয়।

Comments (0)
Add Comment