মেহেরপুরে খেলার ছলে বিষপান, দুই শিশু অসুস্থ

মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর শহরের শিশুবাগান পাড়ায় খেলার ছলে ঘরে রাখা বিষ পান করে দুই শিশু অসুস্থ হয়ে পড়েছে। মঙ্গলবার সকালে এ ঘটনাটি ঘটে।

অসুস্থ শিশুরা হলো— শিশুবাগান পাড়ার আকুববারের ছেলে সোহান (৩০ মাস) এবং একই এলাকার সালাউদ্দিনের ছেলে ইমরান

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দুই শিশু একসঙ্গে খেলছিল। খেলার একপর্যায়ে তারা ঘরে রাখা একটি বোতলে থাকা বিষাক্ত পদার্থ নিয়ে খেলা শুরু করে। অসাবধানতাবশত সেই পদার্থ পান করে ফেলে দুজনই।

এরপর তারা অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর শিশু দুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বর্তমানে তারা সংকটমুক্ত রয়েছে।

স্থানীয়রা জানান, বিষটি সম্ভবত কীটনাশক জাতীয় কোনো তরল ছিল, যা অসাবধানতাবশত ঘরে খোলা অবস্থায় রাখা ছিল।

এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলেন, শিশুর নাগালের বাইরে সব ধরনের ওষুধ ও রাসায়নিক দ্রব্য নিরাপদে সংরক্ষণ করা উচিত, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।