মেহেরপুরে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার-২০২১ পেলেন ৩ কর্মকর্তা-কর্মচারী

মেহেরপুর অফিস: অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তুষার কান্তি পাল, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার ও জেলা প্রশাসনের রেকর্ড কিপার আব্দুল খালেক মেহেরপুরের জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার-২০২১ লাভ করেছেন। ২০২০ সালের দাপ্তরিক কাজে পেশাগত দক্ষতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ মেহেরপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পুরস্কৃত করা হয়েছে।
গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাদের পুরস্কার বিতরণ করেন মেহেরপুর জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।
জানা যায়, ৪-১০ম গ্রেডে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব তুষার কান্তি পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা পর্যায়ে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন সরকার এবং ১১-২০ গ্রেডে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় রেকর্ড কিপার আব্দুল খালেক এ পুরস্কার লাভ করেন। পুরস্কার হিসেবে তাদের সনদপত্র, ক্রেস্ট ও মূল বেতনের সমপরিমাণ অর্থ প্রদান করা হয়েছে।

 

Comments (0)
Add Comment