মেহেরপুরে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

 

মেহেরপুর অফিস: মেহেরপুরে উপজেলা পর্যায়ে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির শিক্ষক-উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ। বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এ প্রকল্পের টিম ম্যানেজার প্রদীপ কুমার পাল, মনিটরিং অফিসার সাইদুল কবির প্রমুখ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) আওতায় স্ট্রেংডিনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিমের আওতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মেহেরপুর সদর উপজেলার ৫০ টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক (লাইব্রেরি ও তথ্য বিজ্ঞান) সহ মোট একশ’ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীগণকে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি এবং কর্মসূচি বাস্তবায়ন বিষয়ে সামগ্রিক ধারণা প্রদান করা হয়। স্কীমভূক্ত সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অনুকুল পরিবেশ তৈরি করা,তাদের বয়স ও মন-উপযোগী সুন্দর সুখপাঠ্য এবং উন্নত মানসম্পন্ন বাংলা ও ইংরেজি বই পড়ার অভ্যাস গড়ে তোলা লক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ মার্চ আমদহ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Comments (0)
Add Comment