মেহেরপুর অফিস: মেহেরপুরে ‘পিছিয়ে পড়া শিশুদের জন্য আনন্দময় শিক্ষা’ প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সেন্টার ফর ডেভেলপমেন্টা অ্যান্ড পিস (সিডিপি)’র সম্মেলন কক্ষে এ উপকরণ বিতরণ করা হয়। ‘পিছিয়ে পড়া শিশুদের জন্য আনন্দময় শিক্ষা’ প্রকল্পের আওতায় “জয়ফুল লার্নিং স্কুলের” ৬০ জন শিক্ষার্থীর মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল দেয়া হয়। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সিডিপির সভাপতি মীর রওশান আলী মনার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার মো. খায়রুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন- সিডিপির নির্বাহী পরিচালক তৃপ্তি কনা বিশ্বাস। সিডিপির প্রজেক্ট ডিরেক্টর জনপ্রবঞ্জন বিশ্বাসের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-জেলা প্রশাসনের সহকারি কমিশনার মো. হাবিবুর রহমান, পাম নেদারল্যান্ডস এর মার্কেটিং এক্সপার্ট মি. জোসি, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) নাসিমা খাতুন, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আনিসুর রহমান, সাংবাদিক দিলররুবা খাতুন, যুব লিডার বিথী খাতুন, অভিভাবক শিখা রাণী, শিক্ষার্থী পল্লবী হালদার প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, বিভিন্ন এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সিডিপির ইয়ুথ লিডারগণ উপস্থিথ ছিলেন।