মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে দুজনের কারাদণ্ড

মেহেরপুর অফিস: মেহেরপুরে ফেনসিডিল রাখার দায়ে আব্দুল হালিম ও আব্দুল লতিফ নামের দুই ব্যক্তিকে ১ বছর ২ মাস করে সশ্রম কারাদণ্ড, ১ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। গতকাল বুধবার দুপুরের দিকে মেহেরপুরে স্পেশাল ট্রাইবুনাল ৪র্থ আদালতের বিচারক মো. কেরামত আলী এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত আব্দুল হালিম মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের আব্দুস সাত্তারের ছেলে এবং আব্দুল লতিফ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার আটকবর এলাকার মকর আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ৫ মে মুজিবনগর থানা পুলিশের অভিযানে মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রাম এলাকা থেকে হালিম ও লতিবকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। পরে মামলায় মোট ৪ জন সাক্ষী তাদের সাক্ষ্য প্রদান করেন। এতে আসামিরা দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাদের প্রত্যেককে ১ বছর দুই মাস করে সশ্রম কারাদ-, এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদ-াদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষে কেএম নুরুল হাসান এবং আসামি পক্ষে সেলিম রেজা কৌশলী ছিলেন।

Comments (0)
Add Comment