মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদ-

স্টাফ রিপোর্টার: মেহেরপুরে মাদক মামলায় মো. আলফাজকে এক বছর ৬ মাসের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- এবং একই মামলার অপর পলাতক আসামি মো. ইমরানকে ২ বছরের সশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা অর্থদ- দিয়েছে আদালত। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. শাজাহান আলী এ আদেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেহেরপুরের গাংনী থানার এসআই মো. মোস্তফা শওকত জামান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, কাজিপুর ইউনিয়নের আলমবাজার বাগানপাড়ার মো. রিফাজের বাড়িতে দুই ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে মো. আলফাজ ও মো. ইমরানকে হাতেনাতে আটক করে। তাদের দেহ তল্লাশিতে আলফাজের কোমর থেকে ৫ পুরিয়া হেরোইন এবং ইমরানের কোমর থেকেও ৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।পরে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার নথি ও সাক্ষীদের সাক্ষ্য পর্যালোচনা করে মো. আলফাজ ও মো. ইমরানের বিরুদ্ধে উপরোক্ত রায় দেন। রায় ঘোষণার পরে আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।