মেহেরপুরে যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেহেরপুর অফিস: সমাবেশের নামে অগ্নি সন্ত্রাসী ও বোমাবাজ বিএনপি-জামায়াতের নৈরাজ্য এবং অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পরিকল্পনার প্রতিবাদে বাংলাদেশ যুব মহিলা লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলের দিকে মেহেরপুর শহরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মেহেরপুর জেলার দায়িত্বপ্রাপ্ত নেত্রী সৈয়দা মোনালিসা ইসলামের নির্দেশনায়, বাংলাদেশ যুব মহিলা লীগ, মেহেরপুর জেলা শাখার সভানেত্রী সামিউন বাসিরা পলির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি’র বাসভবনের সামনে থেকে শুরু করে প্রধান সড়ক হয়ে একইস্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, শহর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল, সাবেক ইউপি সদস্য রোজিনা খাতুনসহ যুব মহিলা লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment