মেহেরপুরে শিক্ষা-ক্রীড়া ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

মেহেরপুর অফিস: ভিএসও বাংলাদেশ এর সহযোগিতায় যুব ফোরামের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর মাধ্যমিক ও উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়েছে। মেহেরপুর জেলা যুব ফোরাম এর সভাপতি মোাছা. হাফিজা খাতুনের সভাপতিত্বে উজলপুর মাধ্যমিক বিদ্যালয় ও উজলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. উম্মে আছমা বিশ্বাস। অনুষ্ঠানে যুব ফোরাম এর সদস্য বৃন্দ ও অনান্য শিক্ষক, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন। পরে ক্রীড়া, শিক্ষা ও স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।