মেহেরপুর অফিস:দেশের ৪৮ জেলায় একযোগে শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় মেহেরপুরেও আজ শুক্রবার সকালে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার কার্যক্রম পরিদর্শন করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হামিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ শাখার উপপরিচালক শাহাবুদ্দিন সরকার, সরকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার, কো-অর্ডিনেটর খালিদ সিকদার এবং ট্রেইনার ইমাম হোসেন।
ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড মেহেরপুর ব্রাঞ্চে অনুষ্ঠিত এ পরীক্ষায় শতাধিক কর্মপ্রত্যাশী অংশগ্রহণ করেন।
পরিদর্শনকালে কর্মকর্তারা জানান, সরকারের উদ্যোগে দেশের তরুণদের তথ্যপ্রযুক্তি নির্ভর দক্ষতায় গড়ে তুলতে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ প্রশিক্ষণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের পাশাপাশি তরুণরা বৈদেশিক মুদ্রা অর্জনেও সক্ষম হবেন বলে আশা প্রকাশ করেন তারা।