মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে আটক ৪ দালাল:  জরিমানা 

মেহেরপুর অফিস: মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪ সদস্যকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল রোববার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে শামসুল আলম (৪৫), রকিব উদ্দিন (২৮), উজ্জ্বল হোসেন (২৫) ও জামাল (২৫) নামের ৪ দালালের নিকট থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আটক শামসুল আলম মেহেরপুর শহরের মল্লিকপাড়ার মজিবর রহমানের ছেলে। রকিবুদ্দিন সদর উপজেলার যাদবপুর গ্রামের শামসুল ইসলামের ছেলে। উজ্জ্বল হোসেন শহরের হঠাৎপাড়ার রবিউল ইসলামের ছেলে ও জামাল যাদবপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়ুন কবির ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় আটক ব্যক্তিরা তাদের দোষ স্বীকার করায় দ.বি. ১৮৬০ এর ২৯১ ধারায় প্রত্যেককের নিকট খেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। এর আগে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ৪সদস্যকে আটক করেন।

Comments (0)
Add Comment