মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা প্রদান

 

মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন চাকরি থেকে অবসর গ্রহণ করাই তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা পরিবারের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়। মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ওয়াজেদ আলীর সভাপতিত্বে মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন উজ্জ্বল। অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহা. আখতারুজ্জামান, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম, উজলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলী। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক সানজিদা ইসলাম, আশরাফপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহাজ উদ্দিন, সি এম সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদ রুমি, আমঝুপি দাখিল মাদরাসার উপাধ্যক্ষ শরিফ উদ্দিন, রাজনগর দাখিল মাদরাসার শিক্ষক কাজী রুহুল আমিন, সহকারী শিক্ষক মফিদুল ইসলাম প্রমুখ। পরে মেহেরপুর সদর উপজেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে বিদায়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট, ফুলসহ বিভিন্ন ধরনের উপগার সামগ্রী প্রদান করা হয়।

Comments (0)
Add Comment