মেহেরপুর সরকারি কলেজ শেখ হাসিনা ছাত্রী নিবাসের দ্বার উন্মোচন

মেহেরপুর অফিস: উদ্বোধনের প্রায় আড়াই বছর পর মেহেরপুর সরকারি কলেজ শেখ হাসিনা ছাত্রী নিবাসের দ্বার উন্মোচন, ছাত্রীদের বরণ, পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজের শেখ হাসিনা ছাত্রীনিবাস মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শফিউল আলম সরদারের সভাপতিত্বে শেখ হাসিনা ছাত্রীনিবাসের ছাত্রীদের বরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক কাবেল উদ্দিন, সহযোগী অধ্যাপক আবদুল্লাহ আল আমিন, খোরশেদ আলম, হাবিবুর রহমান, গাজী নজরুল ইসলাম, ফুয়াদ খান, নাহিদ আহমেদ, সুপার শামিমা নাসরিন প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। এদিকে এর আগে শেখ হাসিনা ছাত্রীনিবাসের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে শেখ হাসিনা ছাত্রী হোস্টেল রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি মেহেরপুর সরকারি কলেজ শেখ হাসিনা ছাত্রী নিবাসের  উদ্বোধন করা হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি উদ্বোধন করেন। পরে করোনার কারণে সেখানে ছাত্রীরা অবস্থান করতে পারেনি। দীর্ঘ প্রায় আড়াই বছর পর ৬ জন ছাত্রীকে দিয়ে হোস্টেল চালু করা হলো।

Comments (0)
Add Comment