মেহেরপুর সুইপার কলোনিতে ও বেদে সম্প্রদায়ে শীতবস্ত্র বিতরণ

মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সুইপার কলোনিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সুইপার কলোনিতে শীতবস্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে সুইপার কলোনিতে ৫২টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এদিকে এর আগে শনিবার বিকেলের দিকে বেদের সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব নদের কিনারে অবস্থানরত বেদে সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান উপস্থিত থেকে বেদের সম্প্রদায়ের ১১টি পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এদিকে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর সদর উপজেলার খন্দকারপাড়া আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এদিন রাতে খন্দকারপাড়া আশ্রায়ন প্রকল্পে আশ্রিতদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী সোহেল, আসাদুজ্জামান নূর, রিফাত জাহান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহ জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

Comments (0)
Add Comment