মুজিবনগর প্রতিনিধি: ২৩ জানুয়ারি ২০২৬, শুক্রবার সকাল আনুমানিক ১১টার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও হাসপাতালের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির এবং মেহেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব তাজউদ্দীন খান।
এ সময় তিনি হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিচ্ছন্নতা ব্যবস্থা ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় করেন।
এ সফরে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি জনাব ইকবাল হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নেতা জনাব সাইফুল ডলারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ হাসপাতালের সার্বিক উন্নয়ন ও রোগীবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।