যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে জখম

যশোর প্রতিনিধি: যশোরে শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধিপত্য বিস্তারের জেরে সোমবার দুপুরে কেন্দ্রের একটি কক্ষে এ ঘটনা ঘটে। আহত তিন কিশোরের বাড়ি পিরোজপুর, বগুড়া ও ফরিদপুরে। হত্যা ও অপহরণ মামলায় আদালতের মাধ্যমে তাদের এই কেন্দ্রে পাঠানো হয়। আহত কিশোর ও কেন্দ্রসূত্রে জানা যায়, কেন্দ্রে একটি পক্ষ আধিপত্য বিস্তার ঘটাতে রোববার রাত আটটার দিকে এক ছেলেকে পিটুনি দেয়। ওই ছেলে বিষয়টা কেন্দ্রের তত্ত্বাবধায়ককে জানায়। এরপর ওই পক্ষের কিশোরেরা ক্ষিপ্ত হয়ে গতকাল দুপুরে আবার ওই ছেলেকে মারধর করে। এ সময় অপর দুই কিশোর ঠেকাতে গেলে তাদেরও পিটুনি দেয়া হয়। খবর পেয়ে কেন্দ্রের কর্মকর্তারা আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এ বিষয়ে কেন্দ্রের তত্ত্বাবধায়ক জাকির হুসাইন বলেন, দুইপক্ষের মারামারির খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে মারামারি হয়েছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। শিশু উন্নয়ন কেন্দ্রে মারামারির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানান যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হুসাইন। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রের ভেতরের পরিস্থিতি স্বাভাবিক।

Comments (0)
Add Comment