রাজা ও শরিফা

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চুয়াডাঙ্গা ইউনিটের যুব সদস্য রাজাউজ্জামান ও শরিফা সুহাসিনী রেডক্রিসেন্টের উদ্যোগে ওয়াশ বিষয়ক ৩ দিনের প্রশিক্ষণে রাজধানী ঢাকায় পৌঁছেছেন। গতকাল বৃহস্পতিবার ৩ দিনের প্রশিক্ষণের উদ্দেশ্যে তারা চুয়াডাঙ্গা ত্যাগ করেন।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের যুব সদস্য চুয়াডাঙ্গা সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স শেষ বর্ষের ছাত্র রাজাউজ্জামান ও একই কলেজের রসায়ন বিভাগের শেষবর্ষের ছাত্রী শরিফা সুহাসিনী ৩ দিনের ওয়াশ প্রশিক্ষণের জন্য ঢাকায় গেছেন। ৩ দিনের প্রশিক্ষণ ২৯ অক্টোবর শুরু হয়ে চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। সারাদেশের ৬৮টি ইউনিটের মধ্যে ১২টি জেলা এই প্রশিক্ষণের সুযোগ পেয়েছে। তার মধ্যে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিট অন্যতম।
চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শহিদুল ইসলাম শাহান বলেন, রেডক্রিসেন্ট সদর দফতর আয়োজিত ৩ দিনের প্রশিক্ষণে রাজাউজ্জামান ওশরিফা সুহাসিনী উন্নত প্রশিক্ষণ নিয়ে চুয়াডাঙ্গা রেডক্রিসেন্ট ইউনিটের মুখ উজ্জ্বল করবে এ প্রত্যাশা করছি এবং তাদের সাফল্য কামনা করছি।

Comments (0)
Add Comment