রাসেল ভাইপার

গড়াই নদীর পাড়ে রাসেল ভাইপার আটক
কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে বিষধর সাপ রাসেল ভাইপার আটক করা হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের পূর্বপাড়া জামে মসজিদ সংলগ্ন গড়াই নদীর ধারে স্থানীয়রা সাপটিকে দেখতে পায়। পরে স্থানীয়রা সাপটি ধরে বস্তায় আটকে পুলিশ ও উপজেলা প্রশাসনকে সংবাদ দেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, গড়াই নদীর পাড়ে সাপটির দেখা পাওয়া যায়। সাপটিকে শারীরিকভাবে দুর্বল দেখায়। এ সময় কয়েকজন মিলে সাপটিকে বস্তায় ভরে ফেলেন। রাসেল ভাইপার সাপের খবর এলাকায় মুহূর্তে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উৎসুক জনতা সাপটিকে দেখতে ভিড় জমায়।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, জনগণ সাপটিকে বস্তাবন্দী করে পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি বন বিভাগকে জানায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিতান কুমার মন্ডল বলেন, বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে।
জেলা বন বিভাগ কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খান বলেন, খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

Comments (0)
Add Comment